বুধবার, ১৫ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত

প্রকাশঃ

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। এইসময়ে দেশটিতে ১ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হিসাবে দেশটির অবস্থান তৃতীয়। একদিনে রেকর্ড ৬২ হাজার ১১৭ জন করোনা রোগী শনাক্ত, যা এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে ৯ আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ১৪ হাজার ১৩৭ জন। ১৫ ফেব্রুয়ারি প্রথম ৩ জন শনাক্ত হওয়ার পর গত সাড়ে পাঁচ মাসে করোনা রোগী বেড়েছে ভয়াবহ হারে।

আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যার ২৫ শতাংশ ভারতের। একটি রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে সারাবিশ্বে ২০ লাখের বেশি করোনায় আক্রান্ত হয়েছে যার মধ্যে ৪.৫৫ লাখ ভারতে।

এর মধ্যে ৬ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ এখনো চিকিৎসাধীন রয়েছে। পুরো ভারত জুড়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪ হাজার ৪৬৬ জন। সুস্থ হয়েছে ১৫লাখ ৩৪ হাজার ২৭৮জন।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সংক্রমণ ও মৃত্যুতে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে মারা গেছেন ১৭ হাজার ৩৬৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে চার হাজার ৮০৮ জন, দিল্লিতে চার হাজার ৯৮, কর্নাটকে তিন হাজার ৯১ জন, গুজরাটে দুই হাজার ৬২৮ জন, উত্তরপ্রদেশে দুই হাজার ২৮ জন, পশ্চিমবঙ্গে দুই হাজার পাঁচজন এবং অন্ধ্রপ্রদেশে এক হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে মোট পাঁচ লাখ তিন হাজার ৮৪ জন করোনা আক্রান্ত। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত দুই লাখ ৯০ হাজার ৯০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে আক্রান্ত দুই লাখ ১৭ হাজার ৪০ জন।

চতুর্থ স্থানে থাকা কর্নাটকে আক্রান্তের সংখ্যা এক লাখ ৭২ হাজার ৯২৪ জন। পঞ্চম স্থানে থাকা দিল্লিতে আক্রান্ত এক লাখ ৪৪ হাজার ১২৭ জন। ষষ্ঠ উত্তরপ্রদেশে এক লাখ ১৮ হাজার ৩৮ জন এবং সপ্তম স্থানে থাকা পশ্চিমবঙ্গে সংক্রমিত ৯২ হাজার ৬১৫ জন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ