শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মহেশ বাবু এক সিনেমার জন্য ৫৫ কোটি রুপি চাইলেন

প্রকাশঃ

দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু এবং পরিচালক ত্রিভিক্রম শ্রিনিবাস। চলতি বছরের মে মাসেই সিনেমাটি নিয়ে ঘোষণা দেন পরিচালক শ্রীনিবাস। এর প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘পারথু’। সিনেমাটি মহেশের বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে। সময়মতো সিনেমাটির কাজ শেষ হলে ২০২২ সালের এপ্রিল-মে মাসে মুক্তি পাবে সিনেমাটি।

মাসখানেক পর বছরের শেষদিকে সিনেমাটির কাজ শুরু করবেন তারা। এমনটাই কথা রয়েছে।তবে এবার ভারতীয় গণমাধ্যমের এক চমকপ্রদ খবরে জানা গেছে, সিনেমাটির জন্য প্রায় ৫৫ কোটি রুপি অর্থ নিচ্ছেন মহেশ বাবু।

সম্প্রতি বলিউড লাইফ তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, এর আগে ২০০৫ সালে আতহাদু এবং ২০১০ সালে খালেজা নামক দুই সিনেমায় এক সাথে কাজ করেছেন মহেশ এবং শ্রীনিবাস। এবার দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে হলেন তারা। সিনেমাটির জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ৫৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন মহেশ। আশা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে নায়কের দাবি মেনে নেবে তাকে নিয়েই কাজটি শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠান৷

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ