সোমবার, ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশিসহ ১০২ জন অবৈধ অভিবাসী আটক

প্রকাশঃ

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে দেশটির রাজধানী কুয়ালালামপুরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে গত শনিবার ৩৫ বাংলাদেশিসহ ১০২ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে কুয়ালালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এই অভিযান চালানো হয়। যেসব এলাকায় অবৈধ অভিবাসীদের বিচরণ বেশি, বিশেষ করে সে জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে জরিমানা ও আটক করা হবে।

আটককৃত বাকিদের মধ্যে মিয়ানমারের ১৫ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, ভারতের তিনজন, পাকিস্তানের ছয়জন, নেপালের ১৩ জন, সিরিয়ার তিনজন এবং নাইজেরিয়ার একজন নাগরিক রয়েছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ