মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে দেশটির রাজধানী কুয়ালালামপুরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে গত শনিবার ৩৫ বাংলাদেশিসহ ১০২ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে কুয়ালালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এই অভিযান চালানো হয়। যেসব এলাকায় অবৈধ অভিবাসীদের বিচরণ বেশি, বিশেষ করে সে জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে জরিমানা ও আটক করা হবে।
আটককৃত বাকিদের মধ্যে মিয়ানমারের ১৫ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, ভারতের তিনজন, পাকিস্তানের ছয়জন, নেপালের ১৩ জন, সিরিয়ার তিনজন এবং নাইজেরিয়ার একজন নাগরিক রয়েছেন।