শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মাহবুবুর রহমান সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশঃ

ঢাকা, মার্চ ২৭, ২০২২: সিটি ব্যাংক সম্প্রতি মোহাম্মদ মাহবুবুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালে তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন।

মোহাম্মদ মাহবুবুর রহমান সিটি ব্যাংকে যোগদানের আগে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি লিডস করপোরেশন লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা এবং গ্রামীণফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ কর্তৃক স্বীকৃত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মাহবুবুর রহমান আইডিএলসি এবং সিটি ব্যাংকের ২টি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটেল রিসোর্স লিমিটেড-এর পরিচালক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ