সোমবার, ১৩ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ১১৭তম শাখার উদ্বোধন

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) সম্প্রতি শ্যামলী, ঢাকা-তে ব্যাংকের ১১৭তম শাখার উদ্বোধন করেছে। এমটিবি’র চেয়ারম্যান, মোঃ হেদায়েত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন। এছাড়াও এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ডেজিগনেট), সৈয়দ মাহ্বুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং হেড অব ঢাকা ডিভিশন ব্রাঞ্চেস, সৈয়দ রফিকুল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এমটিবি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং সেবা সমূহের মাধ্যমে শ্যামলীর মত বাণিজ্যিক এলাকার মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে বদ্ধপরিকর। তিনি এই শাখাটির সফল ও সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগিতার জন্য স্থানীয় জনগনকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ