বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক “মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস” চালুর জন্য মোডফিন এবং জেনেক্সে ইনফোসিস-এর সাথে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

সম্প্রতি মোবাইল ফাইনান্সিয়াল সলিউশন (এমএফএস) সরবরাহ ও বাস্তবায়নের জন্য মেঘনা ব্যাংক লিমিটেড, মোডফিন সার্ভার প্রাইভেট লিমিটেড এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের মধ্যে মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান, ঢাকায় একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ উপলক্ষ্যে মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয় গুলশান, ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেঘনা ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব এইচ এন আশিকুর রহমান এমপি’র উপস্থিতিতে, চুক্তিতে স্বাক্ষর করেন মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, মোডফিনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক অমরনাথ চৌধুরী এবং জেনেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স মজুমদার।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইও শ্যামল বি. দাশ, মোডেফিনের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক অমিত দারদা, জেনেক্স ইনফোসিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবু তৈয়ব এবং তিন প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেন।

এই চুক্তির আওতায়, মোডফিনসার্ভার প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া মোবাইল ফাইনান্সিয়াল সলিউশন সেবা বাস্তবায়নে সহযোগিতা দেবে। এছাড়া জেনেক্স ইনফোসিস লিমিটেড এই সেবা বাস্তবায়নে স্থানীয়ভাবে সব ধরনের লজিস্টিক সুযোগ-সুবিধা এবং সহায়তা প্রদানের জন্য অংশীদার হিসাবে কাজ করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ