বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘলার জন্য পেছালো বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

প্রকাশঃ

প্রকৃতির অসীম কৃপা ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি যথাসময়ে শুরু করা যাবে না। ব্রিস্টলের আবহাওয়ার পূর্বাভাস শুরুতে ৮০ শতাংশ বৃষ্টির কথা বলা থাকলেও সেটা সকাল ১০টা থেকে বেড়ে যাবে ৯৯ শতাংশে এমনটিই বলাছিল।

তবু ম্যাচ শুরুর আগপর্যন্ত আশায় বসেছিলেন কোটি ক্রিকেটভক্তরা। প্রকৃতির কাছে সবার প্রার্থনায় ছিল যেন ভালো কোনো খবর পাওয়ার। কিন্তু তা হয়নি।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, কোনোভাবেই তা সম্ভব নয়। কারণ এখনও কভারে ঢাকা পিচ ও আশপাশের আউটফিল্ড। ফলে পিছিয়ে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে সকাল সাড়ে ১০টায় অর্থাৎ ম্যাচ শুরুর সময়টায় পিচ পরিদর্শনে যাবেন দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং রিচার্ড কেটেলব্রো। এরপর জানা যাবে কখন শুরু হবে ম্যাচ বা আদৌ মাঠে গড়াবে কি-না খেলা।

এদিকে ব্রিস্টলের আকাশের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি হলো, বৃষ্টি নেই তবে প্রচুর বাতাস রয়েছে। আকাশে মেঘের উপস্থিতিও বেশ। যেকোনো সময় নেমে যেতে পারে রিম ঝিম বৃষ্টি। তবু বাতাস থাকায় রয়েছে খানিক আশার আলো।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল নির্ধারিত সময়ে টিম হোটেল থেকেও বের হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিট) হোটেল ছেড়ে মাঠে যাওয়ার কথা ছিল মাশরাফি-সাকিবদের। তার বদলে স্থানীয় সময় বেলা ১০.৪০ মিনিটে টিম হোটেল থেকে রওনা হবে তারা।

Sale Latest Release Lpi 101-400 PDF-Answers 100% Pass With A High Score

And your parents support 60,000 of our wedding room, and the decoration of 60,000, a total http://www.passexamcert.com/101-400.html of 120,000, we have not returned yet. It seems that the road manager refused to Lpi 101-400 PDF-Answers listen to LPI Level 1 Exam 101, Junior Level Linux Certification, Part 1 of 2 him. 101-400 PDF-Answers Originally, Lpi 101-400 PDF-Answers because of the cotton jacket, we stood with Liu Heiting and Li Lpi 101-400 PDF-Answers Lpi 101-400 PDF-Answers Dachun. The good environment has been provided LPIC-1 101-400 to the face, and then you see yourself. Then I go back to my home and dress in neat clothes.

He discovered that he almost never brought pride to his father, who loves his face. She was filled with pity in her heart, but she didn t know how to comfort him. I was thinking about the future 101-400 PDF-Answers of the factory and Lpi 101-400 PDF-Answers I was determined to recruit. It really hurts me to read it You said that I LPI Level 1 Exam 101, Junior Level Linux Certification, Part 1 of 2 love things and don t love 101-400 PDF-Answers people. Prosperity did not speak anymore, only the night wind swayed the LPIC-1 101-400 sound of the grave, and there Lpi 101-400 PDF-Answers was a scream of a bird in the distance.

This is exactly the same as the peacekeeping mission of the UN Charter so, dead LPIC-1 101-400 people are dead, do not want to retaliate against this bald thing, you are dead, nothing to say. When I wrote the last chapter, my nose was subconsciously sour.I was so shy about it. I know I can not go past the ranch LPI Level 1 Exam 101, Junior Level Linux Certification, Part 1 of 2 to open the chase to give them time, which is the basic principles of commando operations not so how can we do If I run away life can http://www.testkingdump.com/101-400.html only flicker myself in the mountains until a comprehensive 101-400 PDF-Answers exercise through this zone all the subjects end to show up, though still will be picked up but it will be lighter, Lpi 101-400 PDF-Answers if captive this is troublesome, It is difficult to look up no way all the East countries do not like prisoners over, even the mountain carving said Sanye I hate being captured by Lpi 101-400 PDF-Answers the communists Moreover, we are the communists So I absolutely can not be captured I am a small village is how a hero can be captive Although I was flying at the time, I was thinking in my mind.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ