শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মোঃ নাজিমউদ্দৌলার শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান

প্রকাশঃ

বিশিষ্ট ব্যাংকার জনাব মোঃ নাজিমউদ্দৌলা ১২ জুলাই ২০২১ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এ যোগদানের পূর্বে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মানব সম্পদ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

জনাব মোঃ নাজিমউদ্দৌলা ১৯৬১ সালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাবনা জিলা স্কুল থেকে এসএসসি ও সরকারী এডওয়ার্ড কলেজ পাবনা থেকে এইচএসসি পাসের পর জনাব মোঃ নাজিমউদ্দৌলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে পারসোনাল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে পেশাগত প্রশিক্ষণ লাভ করেন।

জনাব মোঃ নাজিমউদ্দৌলা ১৯৮৭ সালে বাংলাদেশ শিল্প ব্যাংক-এ সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরের অধিক ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন আর্থিক ও অন-আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্ণীল কর্মময় জীবনে জনাব মোঃ নাজিমউদ্দৌলা জেনারেল ব্যাংকিং, লোন, প্রজেক্ট ফাইন্যান্স, সিন্ডিকেট ফাইন্যান্স, লিজিং, হাইয়ার পারচেজ, এসএমই, রিটেইল ও এগ্রিকালচার ফাইন্যান্স, ক্রেডিট এডমিনিস্ট্রেশন, ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালনসহ বহুমুখী কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ