যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষের জন্য নরসিংদির রায়পুরায় চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা ও দুঃস্থ শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আহসান শিকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ। চিকিৎসা শিবিরে প্রায় ৩৮৪৭ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৪৩৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদি রায়পুরায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতার্তদের কম্বল বিতরণ
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ