সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

যশোরের প্রান্তিক কৃষকদের মাঝে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এর ঋণ বিতরণ

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে বাঘারপাড়া , যশোর-এ এক উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচীর আওতায় এ অনুষ্ঠানে ১০ টাকার হিসাবধারী প্রান্তিক কৃষকদের মাঝে গরু মোটাতাজাকরণ কর্মকান্ডের জন্য প্রয়োজনীয় ঋণের চেক হস্তান্তর করা হয়। এখানে উল্লেখ্য যে, এমটিবি পুরো বছর জুড়ে উত্তর বঙ্গের একাধিক জেলায় প্রান্তিক কৃষকদের জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এস. এম. হাসান রেজা, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা কার্যালয় ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষিবিদ মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার এবং অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, এমটিবি। এছাড়া অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে প্রান্তিক কৃষকবৃন্দ,স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর আব্দুল মান্নান, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন-১, সঞ্জীব কুমার দে, হেড অব এসএমই এবং এমটিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ