সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রক্ষণাবেক্ষনের জন্য ঢাকা দক্ষিণে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আজ থেকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে মোট ছয় দিন আট ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার আগামসি লেন, বংশাল, ফরিদাবাদ, জুরাইন ও শ্যামপুরসহ বিভিন্ন অঞ্চলে ছয়টি বিদ্যুৎ উপকেন্দ্র মেরামত করবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এজন্য এ কয়দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ  (৭ নভেম্বর) থেকে শুরু হয়ে ছয় দিনের সূচিতে ছয়টি বিদ্যুৎ উপকেন্দ্র মেরামতের কাজ শেষ হবে আগামী ১৮ নভেম্বর। এ সময় যে এলাকাতে উপকেন্দ্রের মেরামতের কাজ হবে সেখানে সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিজেদের ওয়েবসাইটে বিদ্যুৎ বন্ধের ঘোষণা দিয়েছে রাজধানীর একাংশের বিদ্যুৎ সরবরাহ সংস্থা ডিপিডিসি। আজ বংশাল উপকেন্দ্র মেরামতের জন্য পুরান ঢাকার মোগলটুলি (আংশিক), বংশাল (আংশিক), লুৎফর রহমান লেন (আংশিক), মালিটোলা রোড, হাজী মঈনউদ্দিন রোড (আংশিক), মাজেদ সরকার রোড, আগা সাদেক রোড (আংশিক), আবদুল হাজী লেন, আগামসি লেন, গাজী ওসমান গনি রোড (আংশিক), সিক্কাটুলি, নর্থ সাউথ রোড এবং সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ