আসন্ন রমজানে সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। আর ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সভা শেষে সোমবার (২৮ মার্চ) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে করোনার কারণে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হতেন। তবে সোমবার তিনি সশরীরে মিটিংয়ে উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচীর আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচী নির্ধারণ ও অনুসরণ করবে। আনোয়ারুল ইসলাম আরও বলেন, সুপ্রীমকোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচী সুপ্রীমকোর্ট নির্ধারণ করবে।