শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রামগতির বয়ারচরে ‘স্বপ্ন নিয়ে’র নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

প্রকাশঃ

কলাগাছের তৈরী শহীদ মিনারে নয়, ইট-সিমেন্টে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো লক্ষ্মীপুরের রামগতির বয়ারচরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসি। বয়ারচরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্নপূরণে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ‘স্বপ্ন নিয়ে’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সংগঠনটি বয়ারচরের চর দরবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় ও চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ কওে দিয়েছে।

বয়ারচরে প্রায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নতুন শহীদ মিনার হওয়ায় এ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ব্যাপক আগ্রহ নিয়ে।শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন, অন্যান্য স্কুলের শিক্ষকবৃন্দ, ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, সমন্বয়ক (স্বপ্ন নিয়ে ব্লাড ব্যাংক এর সমন্বয়ক নোমান সিদ্দিকসহ বয়ারচরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসিবৃন্দ।

‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, শহীদ মিনারটি নির্মাণে খরচ যাই হোক এটার ব্যাপকতা অনেক। শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এবং সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘স্বপ্ন নিয়ে’। আমাদের এ ধরণের উদ্যোগ দেখে ছাত্র-ছাত্রীদের মধ্যে বড় হয়ে সমাজের জন্য কিছু করার প্রবণতা তৈরি হবে। সমাজে সবকিছু সরকার করে দিবে এ ভাবনাটি ঠিক নয়, সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এলেই অন্যরকম একটি সমাজ তথা দেশ গড়ে উঠতে পারে। আমরা আশা করি আপনারাও আমাদের সঙ্গে সমাজ তথা দেশ পরিবর্তনে স্বপ্নের সাথী হয়ে আমাদের সব কাজে সহযোগিতা করবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ