মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাশিয়ার তেলের ওপর এবার নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

প্রকাশঃ

রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভন ডের লেয়েন বলেন, ইইউ রাশিয়ান তেলের উপর নির্ভরতা শেষ করছে। চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অবশ্য এই বিষয়টি সহজ হবে না বলেও স্বীকার করেছেন তিনি। কারণ কিছু দেশ রাশিয়ার তেল আমদানির উপর নির্ভরশীল।
ইতোমধ্যেই হাঙ্গেরি রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে।

অবশ্য রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বন্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদের মধ্যে কোনো ঐকমত্য নেই। রাশিয়ার গ্যাসের ব্যাপারে এখনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ইইউ।

জার্মানিও রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। ২০২০ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে রাশিয়ার গ্যাসের শীর্ষ ক্রেতা জার্মানি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ