আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে যে কতরকমের পরীক্ষানিরীক্ষা হচ্ছে, তার ইয়ত্তা নেই। যন্ত্রের মাথায় মানুষের বুদ্ধি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। তার মানেই যন্ত্র যে একেবারে মানুষের মতো আচরণ করতে শুরু করবে, তা নয়। কিন্তু এমন অনেক কিছু করবে যা এতদিন আমাদের ধারণার বাইরে ছিল।
এখন জানা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যন্ত্র রোগীর মুখ দেখে এমন কিছু জিনগত ত্রুটি চিহ্নিত করবে, চিকিত্সাবিজ্ঞানে এতদিন যাকে বিরল বলেই মনে করা হত। বিজ্ঞানীরা বলছেন, মানবশরীরে এমন কিছু জিনগত ত্রুটি থাকে যার প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রে এবং চেহারায় তা প্রতিফলিত হয়। ১৭ হাজার রোগীর ছবি জোগাড় করে এই পরীক্ষা চালানো হয়।