শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

লকডাউন ঘোষণা করা হয়েছে চীনের চেংডু শহরে

প্রকাশঃ

লকডাউন ঘোষণা করা হয়েছে চীনের চেংডু শহরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। আজ সন্ধ্যা থেকে শহরটির ২ কোটি বাসিন্দাকে তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানীতে সব বাসিন্দাকে সন্ধ্যা ৬টা থেকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা প্রতিদিন একবার কোভিড পরীক্ষার মাধ্যমে এক ব্যক্তিকে মুদি কেনাকাটার জন্য বাইরে পাঠাতে পারবে। চিকিৎসার জন্য যেতে হলে অনুমতি লাগবে।

সুপারমার্কেট, ফার্মেসি ও হাসপাতাল ছাড়া সব ব্যবসা বন্ধ রয়েছে। রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, তবে খাবার আনা যাবে।

চীন বিশ্বের একমাত্র দেশ, যারা এখনো শূন্য-কোভিড ব্যবস্থা প্রয়োগে কঠোর লড়াই করে যাচ্ছে। তারা ডিজিটাল নজরদারি, গণপরীক্ষা, ব্যাপক কোয়ারেন্টাইন এবং স্ন্যাপ লকডাউনের ওপর নির্ভর করছে।

বিধিনিষেধগুলো দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করেছে এবং মন্থর অর্থনীতিতে একটি ভারী ধাক্কা দিয়েছে। জুলাই মাসে চীনে যুব বেকারত্ব রেকর্ড সংখ্যায় পৌঁছেছে, যেখানে প্রতি পাঁচজন যুবকের মধ্যে একজন কর্মহীন।

চেংডু শহরে গতকাল বুধবার ১৫৬ জনের কোভিড শনাক্ত হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ