শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

লাইনে দাঁড়ানোর দিন শেষ, এখন থেকে বিকাশ দিয়েই টাকা জমা হবে ব্যাংকে

প্রকাশঃ

এখন থেকে দেশের ছয়টি ব্যাংকের গ্রাহকরা বিকাশ হিসাবের মাধ্যমেই নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। শুধু টাকা জমা নয়, ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টের মধ্যে টাকা আদান-প্রদান করা যাবে সহজেই। ফলে ব্যাংকগুলোর গ্রাহকদের এখন আর টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে গিয়ে কষ্টকরে লাইনে দাঁড়াতে হবে না।

ব্যাংক ৬টি হল: ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ও বিকাশ অ্যাপ ব্যবহার করে নতুন এই সেবা নিতে পারছেন ছয়টি ব্যাংকের গ্রাহকরা।

বিকাশের কর্মকর্তারা বলেন, সর্বশেষ চুক্তি হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে, গতকাল (১০ ফেব্রুয়ারি) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে বিকাশের এ বিষয়ে চুক্তি হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিক বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারবেন। ব্যাংকটির অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং এসসি মোবাইল অ্যাপ ব্যবহার করে সেবাটি পাওয়া যাবে। এছাড়া ব্যাংকটির ক্রেডিট কার্ড গ্রাহকরাও তাদের বিল বিকাশের মাধ্যমেই পরিশোধ করতে পারবেন।

রাজধানীর গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, বর্তমানে সারা দেশে তিন কোটি ১০ লাখের বেশি বিকাশ গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দিতেই এই নতুন সেবা চালু করা হয়েছে।

এ সেবার মাধ্যমে ছয় ব্যাংকের গ্রাহকরা তাদের হিসাব থেকে তাৎক্ষণিক বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারবেন। একইভাবে বিকাশ গ্রাহকরাও এই ছয় ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে পারবেন। “অর্থাৎ গ্রাহকরা ব্যাংকের শাখায় না গিয়েই ব্যাংকিং সেবা পাবেন।

বিকাশের কর্মকর্তারা জানান, ছয় ব্যাংকের মধ্যে চার ব্যাংকের সঙ্গে গত বছরেই চুক্তি হয়েছিল। এই বছর চুক্তি হয়েছে ব্র্যাক ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে। অন্যান্য ব্যাংকের গ্রাহকদেরও এ সেবা দিতে ব্যাংকগুলোর সঙ্গে পর্যায়ক্রমে চুক্তি করা হবে।

Provide Latest Salesforce ADM-201 Demo

A minister said Xiao Zhuang, http://www.passexamcert.com what happened I will stand up, salute to the colonel The Salesforce.com Certified Administrator ADM-201 Chief I do not know, I asked to join your task You blame me to blame me to clean up me, I frowned not wrinkle I am going I am not afraid of bitterness I dare to endure I am not afraid of death I dare to die The absolute invocation oath absolute throwing voice ah Are silent. I m even more Salesforce ADM-201 Demo Salesforce ADM-201 Demo afraid Salesforce ADM-201 Demo to move.That second lieutenant indeed really good, Administration Essentials for New Admins that is, I am very touched today. And me A soldier only.And I, no longer a soldier.My Kevlar helmets and combat readjustments ADM-201 Demo were exhausted.I put all the military and military incidents into the 91 style camouflage rucksack with several fine patches on it.

She slammed her hand and turned around. Next, I started to buy a land suitable for school. This is an http://www.examscert.com intensive ADM-201 Demo training. After such intensive training, Changsheng summoned all in one morning. My own room is asleep. Dazhi blows The Salesforce.com Certified Administrator ADM-201 out the Administration Essentials for New Admins light and sits silently in the darkness. If you really want to start a university, Salesforce ADM-201 Demo what talents do I need, and what Salesforce ADM-201 Demo kind of professional to set up, how convenient it is.

Tseng Kuo hurriedly kneeling in his hand Xie Huang Shang Long Three people walked out from the governor Yamen. Huangzhong sighed worthy of the poor, really good Zhang Xuezheng s face, although some staggering, but also irrelevant. On the very next day after Administration Essentials for New Admins the imperial decree The Salesforce.com Certified Administrator ADM-201 was issued, the Mongol princes, the four specially appointed specialists of the Kargam in Tibet and the special envoy of the Royal ADM-201 Demo Palace of the DPRK also joined in Beijing. Although in the grade Shangshu book assistant minister level assistant minister is two products, the book is from a product , but in practice, Shang The functions of the book and the assistant minister are parallel. Sent Xu Advocate, but also transferred the green camps of neighboring provinces, a single commissioned by Xu tyrant as imperial Salesforce ADM-201 Demo envoy, with the three provinces of the soldiers, it is said ADM-201 Demo that the gang of Liangshan robbers to kill that defeat, beheaded more than Salesforce ADM-201 Demo a thousand. Look at the hour is not early, Zeng Guofan and others back to the county government, Hong Choi has been prepared early meal is so anxious.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ