সোমবার, ১৩ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালাল বিমানবন্দরে সিঙ্গাপুরগামী ফ্লাইটের জরুরি অবতরণ

প্রকাশঃ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের জরুরি অবতরণ করানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি উড্ডয়নের ১০ মিনিট পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটি দ্রুত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বিমানের জনসংযোগ বিভাগের ম্যানেজার তাসমিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ১৪৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশে বিমানের (বোয়িং ৭৪৭) একটি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়টি পাইলটরা বুঝতে পারেন। এতে করে উড্ডয়নের ১০ মিনিট পরে বিমানটি পুনরায় বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে বিমানের ওই ফ্লাইটটি বাতিল করে অন্য একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ