মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশঃ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের সোনার থালাসহ সৌদি আরব থেকে আসা খোরশেদ আলম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ)। গতকাল বিকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। জব্দ করা সোনার থালার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইনসের যাত্রী খোরশেদ আলমকে তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে বিশেষ কৌশলে লুকানো একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এর ওজন এক কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

আটক যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানা সহকারী কমিশনার সোলাইমান হোসেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ