মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ আমানত বিমানবন্দরে তিন বান্ডিল বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

প্রকাশঃ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চূড়ান্ত চেকিংয়ের সময় তিন বান্ডিল বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইমিগ্রেশনের পর ফাইনাল চেকিংয়ের সময় রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাকিবুলের কাছে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দিরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা।

কাস্টমস সহকারী কমিশনার মুনওয়ার মুরসালিন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রীর চূড়ান্ত চেকিংয়ে ব্লেজারের পকেটে এক বান্ডিল ও প্যান্টের পকেটে আরো দুই বান্ডিল বিদেশি মুদ্রা পাওয়া যায়। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ