চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪টি স্বর্ণের বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে বিমানবন্দরে এয়ারক্রাফটে যাওয়া-আসার গাড়ি থেকে একটি প্যাকেটের ভেতর কালো টেপ দিয়ে মোড়ানো ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্বিত করেছেন বিমানবন্দরের ম্যানেজার সারওয়ার-ই-জামান।
তিনি বলেন, বিমানবন্দরে টার্মিনাল থেকে ফ্লাইট পর্যন্ত যাত্রী আনা-নেওয়ায় ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের একটি গাড়ির একটি সিটের পাশে একটা প্যাকেটে ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কে বা কারা এ স্বর্ণের বারগুলো নিয়ে এসেছেন এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাস্টমস কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ৫৬০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।