বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ আমানত বিমানবন্দর ৮২ টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

প্রকাশঃ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে ওই ব্যক্তিকে তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটক এনামুল কবিরের (৩৫) বাড়ি কক্সবাজারে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনামুল কবির বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ সকালে দুবাই থেকে চট্টগ্রামে আসেন।

সারোয়ার ই জামান বলেন, এক যাত্রীর কাছে স্বর্ণের বার আছে- এমন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অভিযান চালায়। এ সময় এনামুল কবিরের শরীর তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ