শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শিশুর স্থলতা বাড়লে নিয়ন্ত্রয় করবেন যেভাবে

প্রকাশঃ

বর্তমানে ‘শিশুর স্থূলতা’ একটি আলোচিত বিষয়। আর এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড এবং শিশু পছন্দ করে এমন খাবার ওজন বৃদ্ধির জন্য দায়ী। সেই সঙ্গে ঠিক সময় না খাওয়া, কম ঘুম, হতাশা ইত্যাদি দেখা যায় শিশুর জীবনে। যার ফলে বয়সের তুলনায় শিশুর ওজন বাড়ছে অধিক হারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ছোটবেলা থেকেই শিশুকে নির্দিষ্ট নিয়মে অভ্যস্ত করে তুলতে হবে। মা-বাবাকেও মানতে হবে কিছু নিয়ম। রান্না করতে ইচ্ছে করছে না বলে শিশুকে দোকানের খাবার, যখন তখন বায়না করলেই চকোলেট দেয়া, ঘুম থেকে তুলে পড়তে বসানো এসব অভ্যাস বদলাতেই হবে।

সন্তানের ওজন ঠিক রাখতে যেসব নিয়ম মেনে চলা উচিত:

পর্যাপ্ত ঘুম: শিশু বয়সেই বুদ্ধি ও দেহের বিকাশ ঘটে। এই বয়সে শরীর গঠনে বড় ভূমিকা রাখে ঘুম। তাই কমপক্ষে সাত-আট ঘণ্টা ঘুমের সময় রাখতে হবে শিশুদের।

পুষ্টিকর খাওয়া-দাওয়া: পুষ্টিবিদের কাছে যান শিশুকে নিয়ে। ওর নির্দিষ্ট বয়সে খাদ্যের তালিকা ঠিক কেমন হবে তা মেনে চলুন। এই তালিকায় শিশুদের পছন্দের খাবারও থাকে। কেবল দরকার কতটা খাবে আর কখন খাবে তা নিয়ে পরিমিতিবোধ।

মানসিক চাপ: সন্তানের মানসিক চাপ বাড়তে পারে এমন কোন পদক্ষেপ নিবেন না। বরং ওর আগ্রহের ব্যাপারে জোর দিন। ওকে ওর মতো বড় হতে দিন। একটা বয়সে সবই ঠিকই হয়ে যাবে। অকারণে ভীতি বা চাপের মধ্যে ফেলবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

ফাস্ট ফুড: যখন তখন বাড়িতেই নুডলস বা ফ্রোজেন ফুড এনে বানিয়ে দেওয়া অথবা অতিরিক্ত স্নেহের কারণে শিশু ফাস্টফুড খাচ্ছে, এতে শিশু স্থূল হচ্ছে। অভ্যাস পরিহার করুন। দোকানের সুপ ও ঠান্ডা পানীয়ও এড়িয়ে চলুন। এসবে থাকা অতিরিক্ত চিনি ও প্রিজারভেটিভসে থাকা সোডিয়াম ফ্যাট বাড়ায় দ্রুত। বরং বাড়িতে বানানো খাবারে সন্তানকে অভ্যস্ত করুন। নিয়ন্ত্রণ রাখতে হবে মিষ্টি জাতীয় খাবার।

চকোলেট: শিশুদের প্রিয় খাবার চকোলেট। এই চকোলেট দাঁতের ক্ষতির সঙ্গে ওজনও বাড়ায় হু হু করে। তাই কথায় কথায় চকোলেট না দিয়ে মাঝে মধ্যে দিবেন। তা যদি ডার্ক চকোলেট হয়, তাহলে খুবই ভাল।

ফ্রিজের ঠান্ডা পানি: গরমে ঠাণ্ডা পানি শিশুরা পছন্দ করে। ঠান্ডা পানি ওজন বাড়ার জন্য দায়ী। এই অভ্যাসকে একেবারেই প্রশ্রয় দিবেন না। এর জন্য পরিবারের অন্য সদস্যরাও ঠাণ্ডা পানি পরিহার করুন ।

ভাত কম দিন: যে শিশুর ওজন বাড়তির দিকে তাকে ছোট থেকেই ভাত কম দিন। ভাতের জায়গায় দু’-একটি রুটিও দিতে পারেন। কম ভাতের সঙ্গে সবজি, মাংস, মাছ, দুধ, টক দই এসব বেশি বেশি দিতে পারেন।

শরীরচর্চা বা খেলাধুলা: খেলাধুলা শরীর ও মন দুটোই ভাল রাখে। সাঁতারেও ভর্তি করে দিতে পারেন। বাসায় ছুটাছুটি করতে দিন। বড়রা শরীর ঠিক রাখার জন্য বাসায় যেভাবে হালকা ব্যায়াম করেন তখন আপনার সন্তানকেও নিতে পারেন সঙ্গে।

The Best EXIN ITIL Cert Exam

We should continue to expand the cultivation of mulberry and Yulin in the next step. Xiao Tang added with a smile. Well, this is not forcing me to work for you I am a EXIN ITIL Cert Exam manuscript about time left by the school. There are not EXIN ITIL Cert Exam many tasks at work, EXIN ITIL Cert Exam and there is ITIL V3 Foundation nothing to do after work. Amino acids in sericin are composed of polypeptide units by covalent linkage. The land went EXIN ITIL Cert Exam with him. ITIL Cert Exam Changsheng led the small , Exin Certification ITIL Wangwang advanced http://www.passexamcert.com uncle Cheng Cheng s room, Chengda still lying in bed, a nanny is feeding him.

I said I was not a military fan.Actually, many of my comrades in the special brigade are not very few of us know very little about ITIL V3 Foundation the special forces. Deputy head of what character Bubble out of old troops in the troops, EXIN ITIL Cert Exam the eyes of a squinting soldiers think what are basically clear. With what brigade different, EXIN ITIL Cert Exam he spent more time in the front line, because just started playing on the front line. I have no Exin Certification ITIL sense of leaving my brethren to take me wherever EXIN ITIL Cert Exam they EXIN ITIL Cert Exam go.So sitting ITIL Cert Exam in the car.

This is completely embarrassing. But since this Feng ITIL Cert Exam Yijin factory Later, I started EXIN ITIL Cert Exam Exin Certification ITIL the crazy ITIL V3 Foundation pursuit of Zhou Meng, and wrote a poem to Zhou Meng every day. The EXIN ITIL Cert Exam clothes of EXIN ITIL Cert Exam Huang Zhonghua and the old five have long been soaked by ITIL Cert Exam the cold sweat that just scared out.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ