বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করলো রংপুর

প্রকাশঃ

রবি বোপারার, নিতান্তই ভাগ্যক্রমে রংপুর রাইডার্সের হয়ে খেলার  সুযোগ হয়েছিল ইংলিশ এই ক্রিকেটারের। অনেক লম্বা সময় গ্যাপে রংপুর রাইডার্সের খেলতে নামেন এই ক্রিকেটোর। তার বোলিং দাপটে গতকাল নয় উইকেটের বিশাল ব্যবধানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে রংপুর রাইডার্স। আর এই জয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করলো রংপুর রাইডার্স। সমানসংখ্যক ম্যাচ খেলে রংপুর রাইডার্সের এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্টও ১৬। অথ্যাৎ মোট ১২ টি ম্যাচ খেলে ৮ টি জয় পেয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ হলো উভয় দলের। যদিও রান রেটে সবার ওপরে থাকছে রংপুরের নামই। ফলে এই দুটি দলই মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। আগামীকাল, চার ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গতকাল টসে জিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপদ ডেকে আনে কুমিল্লার ভিক্টোরিয়ান্স। প্রথম ওভারের দ্বিতীয় বলেই নাহিদুল ইসলামের বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। এরপর আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি দলটি। ফলাফল, তিন ওভার তিন বল বাকি থাকতে মাত্র ৭২ রানেই অল আউট হয়ে যায় দলটি।

রংপুর রাইডার্সে সবচেয়ে বড় ভূমিকা রাখে রবি বোপারার। মাত্র ৭ রান হজম করে ৩ ওভারে তিনি নিয়েছেন তিনটি উইকেট। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। দুটি করে উইকেট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও নাহিদুল ইসলাম। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি মিতব্যায়ী বোলিংয়ে নিয়েছেন এক উইকেট। কুমিল্লার ইনিংসে মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। এর মধ্যে জিয়াউর রহমান ২১, ইংলিশ ক্রিকেটার লিয়াম ডওসন ১৮ ও শামসুর রহমান শুভ ১২ রান করেন।

দ্বিতীয় ইনিংসে জবাব দিতে নেমে ৯ রানে প্রথম উইকেট হারায় রংপুর। তখন দ্বিতীয় ওভারের খেলা চলছে। মাত্র ৫ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার মেহেদী মারুফ। তাকে সাজঘরে ফেরান বাঁহাতি অফস্পিনার সঞ্জিত সাহা। বাকিটা সময় দুই ব্যাটিং দানব ক্রিস গেইল ও ডি ভিলিয়ার্স কোনো বিপদ আসতে দেননি। ফলে, মাত্র নয় ওভার তিন বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। গেইল ৩৫ ও ভিলিয়ার্স ৩৪ রান করে অপরাজিত থাকেন। গেইলের ৩০ বলের ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। তবে, গেইলের চেয়ে বেশি বিধ্বংসি ছিলেন ভিলিয়ার্স। তার ২২ বলের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।

টসে জিতে ব্যাটিংয়ে নামে : কুমিল্লা ভিক্টোরিয়ান্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬.৩ ওভারে সংগ্রহ ৭২; অলআউট (জিয়াউর ২১, লিয়াম ডওসন ১৮, শুভ ১২, রবি বোপারা ৩/৭, নাহিদুল ২/৯, মাশরাফি ২/১৮)

রংপুর রাইডার্স: ৯.৩ ওভারে ৭৬/১; গেইল ৩৫, ভিলিয়ার্স ৩৪; সঞ্জিত ১/৩২

ফলাফল: ৯ উইকেটে জয়ী রংপুর রাইডার্স

High Pass Rate 1Z0-062 Exam Q&As For Oracle Database

Otherwise, how can accidents be managed Suehun also http://www.passexamcert.com said The English of Jianyang did so clearly, obviously not in accordance with the Qing rule. Chen courage one by one Chen.A silver price is too expensive, the 1Z0-062 Exam Q&As Oracle Database 1Z0-062 money is also Oracle 1Z0-062 Exam Q&As not satisfied Oracle 1Z0-062 Exam Q&As with the grain. He did not hesitate Oracle 1Z0-062 Exam Q&As to pick up the pen to Oracle Database 12c: Installation and Administration write a little brush on the eight lines of paper. Talking, took the form, take care of yourself.Tseng Kuo fan take advantage Oracle 1Z0-062 Exam Q&As of this gap, quietly looked at Chang Tai chun this room.

Ochomata preconceptions, blurred cousin s vision, shifted his passion.Sure enough, in another shop after dinner, my brother issued an Oracle Database 12c: Installation and Administration invitation, please sisters at night, as well as Xiao to accompany him to stay at the hotel to play, see his performance of the taxi. Jiacheng never rebounded, finds that she said all accepted in the reason, but with his soul resuscitation theory to appease Ruijuan, loss, hardship, suffering, is 1Z0-062 Exam Q&As the real man s duty to see people Dhaka Mani, Jesus, Is not it all over the world to find bitter eat In this part of trouble, Oracle 1Z0-062 Exam Q&As Jia Oracle 1Z0-062 Exam Q&As Cheng only reverse to continue to find the basis for the soul resuscitation, calmly asked, gold baby son, you say a solution, let us think about it. is a small celery.This is a Sunday, more than nine o clock in the morning, Ruijuan touch mahjong on his neighbors, her daughter to the school focus class fattening. Pause for a while and coy teach that, Jia Cheng Yeah, you do not want the government people http://www.examscert.com/1Z0-062.html think too dark, I think Zhen Yan is not the head sore, under the feet of the abscess bad people, by virtue of him for so long Oracle Database 1Z0-062 no small Qin Zi start this one, I heard that the mayor to be immediately Miao Xiangshan, people are decent, no gossip, look at men, I only look at this one, you, and Yang Zhigang, I m not mistaken Blind, what do you say Ruijuan assertive, but also learned the lessons learned from the fear of buying stocks, that the world is always starving to death, courageous, now is a good opportunity to shot when the shot, that can not hesitate, Jia Cheng The problem is to avoid too much indecision. It must be said that my friend Li Jiacheng s difficulties, he can not solve, several times I asked on behalf of Zhen, please mind, to solve is not to create a seven level float.

Uncle Oracle 1Z0-062 Exam Q&As said we can do, however, however, the cost is not low.Jia Cheng said, I know, you do not worry. No longer looked down on mind, turned to his mahjong Museum.Ma Yu, neighbors said the outline of the story, he did not chase the hospital. Migrant workers hired to put down one by one, came to the door before being ready to move into good, good to invite everyone to drink tea, smoking, rest for a while. Jia Cheng said that I am a blind man, she can not take 1Z0-062 Exam Q&As off, I think it is similar. Jiacheng moment soul is not resuscitation, the brain turn but bend, asked, what does this mean The other said that no meaning. Xiao Qin Zi also heard the declaration of the underworld is also Oracle 1Z0-062 Exam Q&As horrified, but since the responsibility to save a small http://www.testkingdump.com north, have to show the boundless magic mana, do not feel ridiculed, Oracle Database 12c: Installation and Administration they cut you into the meat again Oracle Database 1Z0-062 to clean up me, then how Do Little North vowed to say, I Oracle 1Z0-062 Exam Q&As become a ghost do not spare them.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ