মঙ্গলবার, ১৩ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

সন্ধ্যার পর চট্টগ্রামে দোকানপাট বন্ধ

প্রকাশঃ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যার পর থেকে সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ নির্দেশ দেন। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার এই নির্দেশনার বাইরে থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম নগরীতে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া রেস্টুরেন্ট, শপিং সেন্টারসহ সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে।

তিনি আরও জানান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় এ বিধিনিষেধ প্রযোজ্য। তবে অচিরেই পুরো জেলায় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিষয়টি মনিটরিং করতে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যে মাঠে নামানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে শাস্তি দেওয়া হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ