সোমবার সপ্তাহের কর্মদিবসে অথ্যাৎ টানা সাত কর্মদিবসের দরপতন শেষে আজ উত্থানে ফিরেছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিনও ডিএসইতে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে।
ডিএসইতে টাকার অংকে আজ ৪১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩৬ কোটি ৪২ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৫৬ কোটি ১৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৯টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৮০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।