সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সম্মান সাহাবী-কে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে একটি হাইয়েস এ্যাম্বুলেন্স প্রদান

প্রকাশঃ

সম্মান সাহাবী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বয়স্কদের পুনর্বাসন ও যুবক যুবতীদের কারিগরী শিক্ষা প্রদান বিষয়ক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুরু থেকেই সমাজের দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা প্রদান করে আসছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ২৫ অক্টোবর ২০২০ইং তারিখে সম্মান সাহাবী-কে ব্যাংকের পক্ষ থেকে একটি হাইয়েস এ্যাম্বুলেন্স প্রদান করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ সম্মান সাহাবী এর পরিচালক জনাব মোঃ তোফাজ্জল হোসেনের নিকট হাইয়েস এ্যাম্বুলেন্সের একটি প্রতিকী চাবি তুলে দেন। নবাবগঞ্জ উপজেলার অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবাপ্রদানের জন্য ব্যাংকের পক্ষ থেকে উক্ত এ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, পরিচালক জনাব মোঃ গোলাম কুদ্দুছ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম, সম্মান সাহাবী এর পরিচালক জনাব মোঃ জসিম উদ্দিন, জনাব মুহাম্মদ আল হাসান ও জনাব মোঃ ওমর ফারুক, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু) এবং কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ