বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০১৯-২০২০ অর্থবছরের মূল্যায়নে অগ্রণী ব্যাংকের ‘১ম স্থান’ অর্জন

প্রকাশঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) ২০২০-২১ সংক্রান্ত মার্চ-২০২১ ভিত্তিক ৯ম মাসিক সভা জনাব মোঃ আসাদুল ইসলাম,সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর সভাপতিত্বে ০৯ মার্চ ২০২১ তারিখ মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় অর্থ মন্ত্রণালয় এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০১৯-২০২০ অর্থবছরে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) মূল্যায়নে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে ‘১ম স্থান’ অর্জন করায় অগ্রণী ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ প্রদান এবং সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম।

এ অর্জনে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ১৩ হাজার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে অগ্রণীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ