সাউথইস্ট ব্যাংক লিমিটেড দেশে সবুজ অর্থনীতি প্রতিষ্ঠাকল্পে এবং রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতে টেকসই প্রবৃদ্ধি তরান্বিত করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্থানীয় মুদ্রায় গঠিত “গ্রীন ট্রান্সফরমেশন ফান্ড ” এর অধীনে ৫,০০০.০০ কোটি টাকার তহবিল হতে পুন:অর্থায়ন ঋণ সুবিধা গ্রহণের জন্য সম্প্রতি একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমান এর উপস্থিতিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মো. সাদেক হোসাইন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
এই চুক্তির অধীনে, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের যোগ্য গ্রাহকেরা মূলধনী যন্ত্রাদি ও যন্ত্রাংশের আমদানি মূল্য পরিশোধ পরবর্তী ব্যাংকের অর্থায়নের বিপরীতে দেশীয় মুদ্রায় (টাকায়) পুন:অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে ।