সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৪১তম দিনে আজ ভ্যাকসিন নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৬ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এর মধ্যে পুরুষ ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন এবং নারী ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন।
টিকা নেয়ার পর সামান্য পাশ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৯২৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন।
গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন।