রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সাস্টেইনেবল ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃতি স্মারক অর্জন করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি তাদের ২০২০ সালের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি স্মারক অর্জন করেছে। দশটি ব্যাংক ও পাঁচটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তাদের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটি তালিকা প্রস্তুত করে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করে। টেকসই অর্থায়ন, সবুজ পুনঃ অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম ও মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা – এই চার সূচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো রেটিংটি প্রণয়ন করেছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট (এসএফডি) দেশের টেকসই ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) সমূহকে যথাযথভাবে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে ‘সাসটেইনেবল রেটিং রিকগনিশন অনুষ্ঠান’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করে।

মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর-এর হাত থেকে ব্যাংকের পক্ষে একটি সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর প্রধান অতিথি হিসেবে ২০২০ ও ২০২১ সালের জন্য নির্বাচিত টেকসই ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) সমূহের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ফরাহ মোঃ নাসের, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের এ, কে, এম সাজেদুর রহমান খান, ডেপুটি গভর্নর এবং খন্দকার মোরশেদ মিল্লাত, পরিচালক, সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মোঃ খালিদ মাহমুদ খান বলেন – ‘এই স্বীকৃতি আমাদের জন্য ব্যাপক উৎসাহের উৎস হিসেবে কাজ করবে। টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে, আমরা পরিবেশ-বান্ধব প্রকল্পে অর্থায়ন ও সবুজ অর্থায়নে গুরুত্ব দিয়ে থাকি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের ক্ষেত্রে আমরা সমাজ, দেশ ও দেশের মানুষের জন্য বিভিন্ন সিএসআর খাতসমূহ সহ মূলত শিক্ষা, স্বাস্থ্য ও দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করে থাকি।’ শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য তিনি বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ