রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিলেটের দক্ষিণ সুরমায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২০৬তম শাখা উদ্বোধন

প্রকাশঃ

সিলেটের দক্ষিণ সুরমায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২১ নভেম্বর, সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের সিলেট জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহমেদ, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দীন আহমেদ, এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস এর নির্বাহী পরিচালক হাসান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ফালাহ্ উদ্দিন আহমেদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শাহ আলম, বন্ধু লাইব্রেরি এন্ড পাবালিকেশন্স এর স্বত্তাধিকারী মাহবুবুল আলম মিলন, চন্ডিপুল ব্যবসায়ী সমিতির সভাপতি সায়েম আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের প্রক্টর ইসরাত ইবনে ইসমাইল, সানটেক এনার্জি লিঃ এর পরিচালক আহমেদ জামি, সুইট মডেল মেডিসিন সপের স্বত্তাধিকারী ডাঃ মিফতাহুল হোসেন সুইট।

এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ ও তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওলিউর রহমানসহ অন্যান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক নুরুল আম্বিয়া চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ব্যাংকে কোনো প্রকার তারল্য সংকট নেই। আমানত- বিনিয়োগসহ সর্বক্ষেত্রে আমাদের ব্যাংক বর্তমানে সুদৃঢ় অবস্থানে রয়েছে। তিনি নির্ভয়ে সকলকে ব্যাংকিং করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ