মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন

প্রকাশঃ

আজ মঙ্গলবার সূচকের উত্থানে ফিরেছে দেশের উভয় পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫১০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে।

টাকার অংকে ডিএসইতে আজ ৪৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬২ কোটি ৯০ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪০৪ কোটি ৫৮ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭২৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ