মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সূচকের পতনে সপ্তাহের শেষ কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন চলছে

প্রকাশঃ

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতনে চলছে পুঁজিবাজারের লেনদেন। সকাল সাড়ে ১১টার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৭ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৮৮৭ টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, উল্লেখিত সময়ে ডিএসইতে ১৫ হাজার ৯১২ বারে ১ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ২৭০টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১০ পয়েন্টে।

অপরদিকে উল্লেখিত সময়ে সিএসই সার্বিক সূচক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৮৩ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ