বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে

প্রকাশঃ

গতকল দেশের উভয় পুজিবারে সূচক কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন বেড়েছে  এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইতে ৫০৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬২ কোটি টাকার  অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৫২ লাখ টাকার। যা আগের দিনের তুলনায় ৭ কোটি ৯৭ লাখ টাকা কম। আগেরদিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪৮ লাখ টাকার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯৯৮ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচকটি ৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ২৬৯ পয়েন্টে। সিএসই এক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির এবং দর কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির প্রতিষ্ঠানের।

গতকাল ডিএসইতে টাকার পরিমাণে ৩১ কোটি ২০ লাখ টাকার লেনদেন করে সর্বোচ্চ অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক। ১৮ কোটি ৪৫ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার এবং তৃতীয় স্থানে উঠে আসে ডাচ-বাংলা ব্যাংক যা ১৫ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন করেছে।

শীর্ষ দশে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিঙ্গার বিডি, লাফার্জহোলসিম, ফরচুন সুজ, নূরানী ডাইং, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং এসকে ট্রিমস।

High Quality Microsoft 70-346 Demo

The nephew Microsoft 70-346 Demo snuggled up in the arms of Zhong Chubo, dancing in the shadow Microsoft 70-346 Demo of the wine, his arms wrapped around his neck, such as the Microsoft 70-346 Demo weak rattan climbing around the pine. But now, for a female Microsoft 70-346 Demo college student who is about to graduate in her twenties, it s no different to 70-346 Demo kill her at this time. She decided to Microsoft 70-346 Demo cooperate with her. Affin rarely interjected, just heard the story of the taxi driver and the attitude of her family, Affin lamented Managing Office 365 Identities and Requirements for a while. They are Microsoft Office 365 70-346 all entrepreneurs, but they prefer to be chickens.

My armband Two sets, one colored, is what we wear Microsoft 70-346 Demo everyday a dark green is worn by our training and exercises. Even the real secret operations, Microsoft 70-346 Demo with the director of the department did not dare to be completely honest. Because of the Managing Office 365 Identities and Requirements sensation caused by that thing, I passed very quickly Microsoft 70-346 Demo Microsoft Office 365 70-346 after all, I still joined, and if I did not join the Kobayashi brigade Microsoft 70-346 Demo in the end, it was a bastard deserved many years of legend. Absolutely clinical too much.After it down This is the most basic and basic subjects, right It was after a brother that his head fell on a small stone and hung http://www.examscert.com up 70-346 Demo at that time.

In her dictionary, there was 70-346 Demo originally only the word trust , but for the first time, she had to Microsoft 70-346 Demo add another word suspicious. Hey I exclaimed exaggeratedly and ran away. Unexpectedly, Mr. Yang immediately said Of course, look for her boss, the company is his, the money is his, he is not anxious who is anxious Tianchi hesitated But the list was signed by my Microsoft Office 365 70-346 friend, her own disaster, maybe Managing Office 365 Identities and Requirements not willing The boss knows anxious. Since leaving the small mountain village where there are younger brothers, mothers, and songs of Shiwei, Tianchi has not been happy for a day. I 70-346 Demo only know that my mother Microsoft 70-346 Demo s name is Xu Nong, and my dad is a Meixian person.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ