কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় (CSR) অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাজ্য ভিত্তিক গ্লোবাল ইকোনমিক্স কর্তৃক আয়োজিত ২০২২ সালের সেরা সিএসআর প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করে “যমুনা ব্যাংক লি:” এবং সেরা সিএসআর ব্যক্তিত্ব হিসেবে পুরস্কার লাভ করেন যমুনা ব্যাংক লিঃ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সেবামূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে আলহাজ্ব নূর মোহাম্মদের বলিষ্ঠ ভূমিকা এবং প্রচেষ্টার ফলস্বরূপ তাৎপর্যপুর্ন এই অর্জন।
মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ যমুনা ব্যাংকের বিভিন্ন CSR উদ্যোগ যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ব্যাংকের মধ্যে সাসটেইনেবল ব্যবসায়িক অনুশীলনে ও সহায়ক ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে যমুনা ব্যাংক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনে কাঙ্খিত পরিবর্তন আনতে সক্ষম হয়েছে এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়েছে।
গ্লোবাল ইকোনমিক্স ইউকে থেকে এই পুরস্কার তার বলিষ্ঠ নেতৃত্ব এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতারই প্রমাণ। যমুনা ব্যাংক তার CSR কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে তার স্বীকৃতি স্বরূপ প্রাপ্য এই পুরস্কারটি যমুনা ব্যাংক এবং ব্যাংকের ফাউন্ডেশনের জন্য গর্বের এবং এটি ব্যাংকটিকে সমাজ ও জাতির জন্য আরও কিছু করতে অনুপ্রাণিত করবে।