বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোনারগাঁওয়ে দুঃস্থদেও মাঝে জনতা ব্যাংকের খাদ্য বিতরণ

প্রকাশঃ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড মাসব্যাপী খাদ্য বিতরন কর্মসূচী বাস্তবায়ন করছে। গত শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় ব্যাংকের জিএম মোঃ শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আফতাবুজ্জামান এবং জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের নারায়ণগঞ্জ এরিয়ার ডিজিএম সাইদুর রহমানের সভাপতিত্বে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু প্রধান বক্তা হিসেবে এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহীদুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বলেন, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত জনতা ব্যাংক জনতার কল্যাণে সারাদেশে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ