প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সোনালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহে বিভাগীয় সম্মেলন

সোনালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহে বিভাগীয় সম্মেলন

0

৬ ফেব্রুয়ারি জেনারেল ম্যানেজার‘স অফিস, ময়মনসিংহ নিয়ন্ত্রণাধীন ৬ জেলার অঞ্চল প্রধান ও ১১৮ টি শাখার ম্যানেজারদের অংশগ্রহণে ‘ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন : ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে দিনব্যাপী বিভাগীয় সম্মেলনে ভার্চুয়ালি নির্দেশনামূলক বক্তব্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আতাউর রহমান প্রধান। বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার জনাব মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আব্দুল মান্নান এবং প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মোঃ আবদুল ওয়াহাব। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র অফিসার জনাব মো. আবুল কালাম আজাদ। জাতীয় সঙ্গীত পরিবেশন ছাড়াও সম্মেলনের শুরুতেই মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবার বর্গের সকল শহিদ সদস্য এবং জাতির সকল আন্দোলন সংগ্রামের শহিদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিত নীরবতা পালন করা হয়। প্রিন্সিপাল অফিস কিশোরগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম ফজলুল হক, ময়মনসিংহের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম শামছুল ইসলাম, জামালপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহমুদুল হক, টাঙ্গাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আমিনুর রহমান খান, আঞ্চলিক কার্যালয় শেরপুরের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান, নেত্রকোনার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাস মোহন সাহা, নেত্রকোনা শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ নুরুল ইসলাম, জামালপুর শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ এনামুল হক সম্মেলনে তাদের অঞ্চল ও শাখার ২০২০ সালের অর্জন উপস্থাপন সহ ২০২১ সালের কর্ম পরিকল্পনা উপস্থাপন করে বক্তব্য রাখেন।

ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান তার নির্দেশনা মূলক বক্তব্যে সবাইকে শতভাগ আন্তরিকতা ও সততা নিবিষ্ট করে সাধারণের সেবা নিশ্চিত করার প্রতি জোর দেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাঙলা বিনির্মাণ করার স্বপ্ন দেখেছিলেন এবং তিনি এই ব্যাংককে সোনালী ব্যাংক নামকরণ করেছিলেন। তিনি বলেন, আমরা সত্যিই গর্বিত এইজন্য যে, মহান জাতীয় সংসদে সোনালী ব্যাংকের প্রশংসা করা হচ্ছে। আমরা ২০২০ সালে সবার শীর্ষে অবস্থান নিশ্চিত করেছি বলেই আমাদের বসে থাকলে চলবেনা। আমরা চাই সবাইকে সাথে নিয়ে সোনালী ব্যাংককে গণমানুষের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করবো এবং শুধুমাত্র ব্যবসায় নয় সেবার মানের দিকে আমরা সকলের শীর্ষে আমাদের অবস্থান নিশ্চিত করবো।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version