রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

স্ট্যান্ডার্ড ব্যাংক-এ “রোল অব যাকাত অন পোভার্টি অ্যালিভিয়েশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং সর্বোপরি একটি সহযোগিতামূলক সমাজ প্রতিষ্ঠায় যাকাতের অবদান তুলে ধরতে ও সেই সাথে সকলকে যাকাত আদায়ে উৎসাহিত করতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গত ১৩ এপ্রিল ২০২২ তারিখে ভার্চুয়াল প্লাটফর্মে “রোল অব যাকাত অন পোভার্টি অ্যালিভিয়েশন” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট এর কোঅর্ডিনেটর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি‘য়াহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়াার সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন একাধারে বিশিষ্ট শিক্ষাবিদ, গ্রন্থ প্রণেতা, শরি‘আহ্ গবেষক, ইসলামি চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, একাধিক ইসলামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য, সৌদি আরবের বিখ্যাত ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা থেকে ইসলামি শরি‘আহ্ বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনকারী, ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।

উক্ত সেমিনারে ব্যাংকের সর্বস্তরের নির্বাহীবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান বক্তা হিসেবে ড. ইলাহী ইসলামে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাত আদায়ে সকলকে পরামর্শ দেন। ব্যাংকের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘য়াহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া সেমিনারে উপস্থিত থাকার জন্য ড. ইলাহীকে ধন্যবাদ জানান। তিনি যাকাত আদায়ে সচেষ্ট হবার জন্য অংশগ্রহণকারী সকলের প্রতি আহ্বান জানান। যাকাত সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে এই সেমিনার সমাপ্ত হয়।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ