শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের “বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত

প্রকাশঃ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের “বিজনেস রিভিউ মিটিং”; গত ২১ মে ২০২২ তারিখ, শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাহকভিত্তিক ভিন্ন ভিন্ন পরিকল্পনা গ্রহণ, গ্রাহকের সাথে সম্পর্কোন্নয়ন, সঠিকভাবে শাখা ব্যবস্থাপনা, ব্যবসায় সম্ভাবনা, ব্যাংকের শাখাভিত্তিক ও সার্বিক ব্যবসায়িক অবস্থা – প্রভৃতি বিষয়ের উপর আলোচনা করা হয়। ব্যাংকের সেরা ২০ শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে রাজধানীর হোটেল ৭১-এ আয়োজিত এই মিটিং-এ সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। সভাপতির ভাষণে জনাব রাশেদ চলমান দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্যার প্রেক্ষিতে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রাহকের সাথে সম্পর্কোন্নয়ন, শাখা ব্যবস্থাপনা ও ব্যবসায়িক সম্ভাবনার উপর আলোকপাত করেন। তিনি ২০২২ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা ও ঋণ আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং এই লক্ষ্যমাত্রা অর্জনে দিক নির্দেশনা প্রদান করেন।

মিটিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি‘য়াহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া, মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী, খুলনা রিজিওনের রিজিওনাল হেড হায়দার নুরুন্নাহার এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি ও সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ