শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

স্বর্ণের দাম ভরিতে ১,১৬৬ টাকা বাড়ল

প্রকাশঃ

আবারও স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ল। আর্ন্তজাতিক বাজারে দাম বাড়ায় দেড় মাসের ব্যবধানে দেশের বাজারেও ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বাজুস। এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়েছিল। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম অপরিবর্তিত রয়েছে। এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম বিক্রি হচ্ছে ২৯ হাজার ১৬০ টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অথ্যাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৮৬২ টাকা দামে বিক্রি হচ্ছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ৫৪ হাজার ৫২৯ টাকা দামে বিক্রি হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকা ধরা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৪৯ হাজার ৫১৩ টাকা দামে প্রতি ভরি বিক্রি হচ্ছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ