সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হবিগঞ্জের জেলা প্রশাসকের উত্তরণ প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র প্রদর্শন এবং সার্টিফিকেট প্রদান

প্রকাশঃ

হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান হবিগঞ্জে অবস্থানরত উত্তরণ প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং গ্র্যাজুয়েট ট্রেইনিদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করে দক্ষ হয়ে গড়ে ওঠার জন্য উৎসাহিত করেন। পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের সাথে কথা বলেন। এ সময় তিনি প্রশিক্ষণ গ্রহন করে দক্ষ হয়ে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে গ্র্যাজুয়েটেড প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করে জীবনে দক্ষ এবং দেশের সার্বিক উন্নয়নে কাজের মাধ্যমে ভূমিকা রাখার আহ্বান জানান। সার্টফিকেট প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরি (সার্বিক), আউশকান্দি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং শেভরণের প্রতিনিধিগণ। উত্তরণ-উন্নত জীবনের লক্ষ্যে একটি দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প। উত্তরণ প্রকল্প ঢাকা ও সিলেট বিভাগে কারিগরি প্রশিক্ষন প্রদান করে। হবিগঞ্জ অঞ্ছলেই ৫৩৫ প্রশিক্ষণার্থী এ পর্যন্ত গ্র্যাজুয়েট করেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ