শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

২০২১ সালে ইউটিউব থেকে প্রায় সাড়ে ৫ কোটি ডলার আয় করলেন ‘মি. বিস্ট’

প্রকাশঃ

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি মানুষ নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন। এই প্ল্যাটফর্মে প্রতি মিনিটে ৫০০ ঘণ্টা ভিডিও স্ট্রিম হয়। ইউটিউব এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, ইহা আয়েরও একটি অন্যতম মাধ্যম।

জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্ম থেকে ইউটিউবাররা মাসে কয়েক লাখ মার্কিন ডলার পর্যন্ত রোজগার করে থাকেন। বেকারত্ব থেকে মুক্তি পেয়েছে অনেক ছেলেমেয়ে। বিশ্বের প্রায় ১০০টি দেশে ব্যবহার হয় এই প্ল্যাটফর্মটি। অনেকেই হয়েছেন সফল ইউটিউ বার। তবে জানেন কি, ২০২১ সালে সবচেয়ে বেশি আয় কোন ইউটিউবারের?

সম্প্রতি ইউএস ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ফোর্বসের তথ্যানুযায়ী ২৩ বছর বয়সী আমেরিকান বাসিন্দা জিমি ডোনাল্ডসন, যিনি‘মি.বিস্ট’ নামে বেশি পরিচিত। তিনি ২০২১ সালে ইউটিউবের সর্বোচ্চ উপার্জনকারী নির্মাতা ছিলেন।

এর আগের দুই বছর ধরে ১০ বছর বয়সী খেলনা রিভিউয়ার রায়ান কাজি ইউটিউব আয়ের শীর্ষস্থান দখলে রাখলেও এবার তাকে পেছনে ফেলেছেন বিস্ট। ২০২১ সালে ইউটিউবে এক হাজার কোটির বেশি ভিউ পেয়েছে মি.বিস্ট-এর ভিডিওগুলো, বছর শেষে আয় করেছেন পাঁচ কোটি ৪০ লাখ ডলার।

আরও পড়ুন : মেসেঞ্জারে নতুন নিরাপত্তা ফিচার সংযুক্ত

২০২১ সালে ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় করেছেন এমন ইউটিউবারদের মধ্যে শীর্ষ দশের তালিকা করেছে ফোর্বস। গেল বছরে ইউটিউব থেকে ওই শীর্ষ দশের মোট আয় ছিল ৩০ কোটি ডলার। চলুন দেখে নেওয়া যাক কারা আছেন সেই তালিকায়-

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দশে আছেন:

১. মি.বিস্ট। তার আয়: পাঁচ কোটি ৪০ লাখ ডলার।
২. জেক পল। তার আয়: চার কোটি ৫০ লাখ ডলার।
৩. মার্কিপিলার। তার আয়: তিন কোটি ৮০ লাখ ডলার।
৪. রেট অ্যান্ড লিঙ্ক। তার আয়: তিন কোটি ডলার।
৫. আনস্পিকেবল। তার আয়: দুই কোটি ৮৫ লাখ ডলার।
৬. নাস্তিয়া। তার আয়: দুই কোটি ৮০ লাখ ডলার।
৭. রায়ান কাজি।তার আয়: দুই কোটি ৭০ লাখ ডলার।
৮. ডুড পারফেক্ট। তার আয়: দুই কোটি ডলার।
৯. লোগান পল। তার আয়: এক কোটি ৮০ লাখ ডলার।
১০. প্রেস্টন আর্সমেন্ট। তার আয়: এক কোটি ৬০ লাখ ডলার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ