বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

৪৩ হাজার ইয়াবাসহ নারী মাদকব্যবসায়ী আটক

প্রকাশঃ

রাজধানী থেকে ৪৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার রাত আড়াইড়টার দিকে তুরাগ থানাধীন উত্তর খায়েরটেক এলাকা থেকে ওই নারী মাদকব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ওই নারীর নাম আসমা বেগম (৩৪), গ্রামের বাড়ি খুলনা দৌলতপুরের খালিশপুরে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, উত্তর খায়েরটেক এলাকার একটি টিনশেড বাসায় মাদক বিক্রেতারা ইয়াবা বেচা-কেনা করছেন, এ খবরের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টাকালে আসমাকে আটক করা হয়। সেই সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৩ হাজার ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ