বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ভার্চুয়াল প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশঃ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত অর্থনীতিকে গতিশীল করার স্বার্থে অগ্রনী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের দিক নির্দেশনায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এর প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে চালু করা হয়েছে। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক/উপ মহাব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে গত ১১.০৭.২০২০ ইং তারিখে অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইঅঈঐ, ইঊঋঞঘ ্ জঞএঝ বিষয়ক ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম উক্ত প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক নতুন স্বাভাবিক পরিস্থিতিতে স্বাস্থ্য বিষয়ক প্রদত্ত দিকনির্দেশনা পরিপালনপুর্বক গ্রাহক বান্ধব স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সকল সূচকে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হওয়া বিষয়ক গোল্ডেন ভিশন বাস্তবায়ন এবং ব্যয় সংকোচন ও ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিতকরনের মাধ্যমে মুনাফা সর্বাধিকীকরনের নির্দেশনা দেন এবং ভার্চুয়াল প্রশিক্ষনে অভ্যস্ত হতে সকলকে নির্দেশনা প্রদান করেন। মোঃ আনিসুর রহমান, ডিএমডি এবং মহাব্যবস্থাপক জনাব মনোয়ার হোসেন, এফসিএ, সিএফও এবং হেড অব আইসিসি বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কর্মসূচীতে অংশগ্রহন করেন। অগ্রনী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখার সিনিয়র অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার নুন্যতম ১০০ জন কর্মকর্তা উক্ত ভার্চুয়াল প্রশিক্ষনে অংশগ্রহন করেন। সুপ্রভা সাঈদ, সহকারী মহাব্যবস্থাপক ও অনুষদ সদস্য উক্ত প্রশিক্ষন কর্মসূচীটি পরিচালনা করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ