২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্খিত পর্যায়ে উন্নীত করা ও শ্রেণীকৃত ঋণ হ্রাসের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজশাহী সার্কেলের ব্যবস্থাপক সম্মলেন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ রাজশাহী সার্কেল কর্তৃক আয়োজিত রাজশাহীর বিজিবির সীমান্তে অবকাশের মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীন। সভাপতিত্ব করেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো. সামসুল হক। এসময় সার্কেলাধীন সকল নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের অঞ্চল প্রধান, শাখা ব্যবস্থাপকগণ এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা করেন এবং ২০২৩ সালের আমানত বৃদ্ধির পাশপাশি পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং নতুন করে কোন ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।