বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেবা দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিডার মাধ্যমে ১৫০ টি সেবা চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক সই করেছে অগ্রণী ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অগ্রণী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আশেক এলাহী, উপমহাব্যবস্থাপক মুহ. আফজাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় অগ্রণী ব্যাংক অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করবে।