বৃহস্পতিবার, ২৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংকের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চুক্তি স্বাক্ষরিত

প্রকাশঃ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সঙ্গে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, এসইডিপি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে অগ্রণী ব্যাংক পিএলসি.। ৫ মে ২০২৪ মাউশি’র কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. এ কে এম শফিউল আজম, স্কিম পরিচালক প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ ও প্রফেসর সৈয়দ মাহফুজ আলী, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক জাকিয়া পারভীন ও প্ল্যানিং, কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের উপমহাব্যস্থাপক খোন্দকার লুৎফুল কবীর, মাউশি’র উপপরিচালক শাহনাজ পারভীন কাজলসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ