বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংকে মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প উদ্বোধন

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক লিমিটেডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঞ্চয়ের নিরাপত্তা প্রদান ও নিজ নিজ সঞ্চয় থেকে ঘরে বসে নিরাপদে নিশ্চিত আয় করার সুযোগ প্রদানের লক্ষ্যে মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প চালু হয়েছে। চালুকৃত এ প্রকল্পটি মাস ভিত্তিক মুনাফা প্রদান স্কীম। প্রকল্পটির মুনাফার হার আট (৮%) শতাংশ। ২২ মার্চ ২০২৩ অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, পরিচালক বিশ^জিৎ ভট্টচার্য খোকন এনডিসি, মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশিদ, তানজিনা ইসমাইল, মো. শাহাদাত হোসেন এফসিএ, মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরীসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীগণ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে দেশের সামগ্রিক উন্নয়নের অংশীদার হিসেবে ব্যাংকের গুরুত্ব অপরিসীম। অগ্রণী ব্যাংকের নতুন এ প্রকল্পটি সে লক্ষ্যে কার্যকরী ভূমিকা পালন করবে। এ সময় অন্যান্য বক্তারা ব্যাংকের ঋণ শৃংখলা সুসংগঠিতকরণে বিশেষ গুরুত্ব আরোপের পাশাপাশি আমানত প্রবৃদ্ধি, পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান উন্নীতকরণের বিষয়ে আলোচনা করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ