মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের (সিবিএ) উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অগ্রণী ব্যাংকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট ২০২৩ বিকেলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। আলোচনা সভায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। অগ্রণী ব্যাংকের সিবিএ সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হালিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকগণ, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ